ময়মনসিংহ জেলাকে 2015 সনে নেত্রকোণা, জামালপুর ও শেরপুর নিয়ে বিভাগে রুপান্তরিত করা হয়েছে। এ বিভাগের আয়তন 10552 বর্গ কি: মি: ও লোক সংখ্যা 1,14,47,583 জন। ফায়ার সার্ভিসের বিভাগীয় কার্যক্রম 21/09/2016 খ্রি: হতে শুরু করা হয় এবং কিশোরগঞ্জ জেলাকে ময়মনসিংহের উপপরিচালকের অধীনস্থ করা হয়। এ বিভাগে রাজবাড়ী, মুক্তাগাছা জমিদার বাড়ী, কৃষি বিশ্ববিদ্যালয় সহ অনেক ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে।
স্টেশনের তথ্যাদিঃ
1। চলমান ফায়ার স্টেশন-37টি (১ম শেণির-6টি, ২য় শ্রেণির- 18টি, 3য় শ্রেণির-12টি ও 01টি নদী ফায়ার স্টেশন)
2। চলমান প্রকল্প/নির্মাণাধীন ফায়ার স্টেশন-12টি
আগুন/দুর্ঘটনার তথ্যাদিঃ
1। আগুনের সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=2826টি
2। সড়ক দুর্ঘটনার সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=1246টি
3। নৌ-দুর্ঘটনার সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=129টি
4। অন্যান্য দুর্ঘটনার সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=360টি
1। আগুন/দুঘটনায় ক্ষতির পরিমান (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=39,67,15,535/-
2। আগুন/দুর্ঘটনা উদ্ধারের পরিমাণ (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=256,46,52,200/-
3। আগুন/দুর্ঘটনায় আহতের সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=2371 জন
4। আগুন/দুর্ঘটনায় নিহতের সংখ্যা (জানুয়ারি-2019 হতে সেপ্টেম্বর/2020 খ্রি: পর্যন্ত)=365 জন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস