ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মেলান্দহ,জামালপুর |
১।সংবাদ প্রাপ্তির সময়ঃ০৬/৪৯মি:
২।দুর্টনার ধরণঃ আগুন
৩।অগ্নিকান্ডের. তারিখঃ১৯/০৬/২০২৫ খ্রিঃ
৪।অগ্নিকাণ্ডের স্থানঃ বাঘাডোবা , পোঃ বাঘাডোবা মেলান্দহ,জামালপুর।
৫।আগুনে গমনের সময়ঃ ৬/৫০মিঃ
৬। আগুনে পৌঁছানোর সময়: ৬/৫৩মিঃ
৭। কাজ শুরুর সময়ঃ ০৬/৫৪মিঃ
৮। সম্পূর্ণ কাজ শেষঃ ০৮/৪৫মিঃ
৯। স্টেশনে প্রত্যাবর্তনের সময়ঃ ০৯/১০ মিঃ
১০। ইউনিট সংখ্যাঃ ০১টি
১১। জনবলঃ ০৮ জন
১২। আগুন লাগার কারণ:বৈদ্যুতিক শর্ট সার্কিট।
১৩। আহত/ নিহতঃনাই
১৪। আনুমানিক উদ্ধারঃ-২০ লাখ/-
১৫। আনুমানিক ক্ষতি- ৫০/-
১৭। দূরত্বঃ ০২+০২=৪ কিলোমিটার।
১৮। ডিজেল = ০৪লিটার
১৯। অকটেন = ১৫ লিটার
২০| ঘটনার বর্ণনা: বাঘাডোবা, মেলান্দহ নামক স্হানে ০২টি সেমিপাকা ঘরে আগুন লাগে । সংবাদ পাওয়া মাত্র মেলান্দহ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত পৌছে আগুন নির্বাপন করে।
২১।নেতৃত্বেঃ ওয়্যারহাউজ ইন্সপেক্টর আব্দুল মালেক ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস