Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ফায়ার সার্ভিসের নতুন হটলাইন নম্বর ১০২, ফায়ার সার্ভিসের কোন ব্যর্থতা নেই, মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা।   


একনজরে

গত ১৪/০৯/২০১৫ খ্রি: তারিখ ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোণা ও শেরপুর জেলা নিয়ে ময়মনসিংহ বিভাগ গঠিত হয়। এরই ধারাবিহকতায় ২১/০৯/২০১৬ খ্রি: তারিখ একজন উপপরিচালক প্রেষণে রেখে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ বিভাগ, ময়মনসিংহ এর কার্যক্রম শুরু করা হয়। পরবর্তীতে প্রশাসনিক কার্যক্রমে সুবিধার্থে ফায়ার সার্ভি স ও সিভিল ডিফেন্স কিশোরগঞ্জ জেলার সকল কার্যক্রম এবং কুুড়িগ্রাম জেলার কর্তিমারি ও রৌমারী ফায়ার স্টেশনের অপারেশনাল কার্যক্রম এ বিভাগের সাথে সম্পৃক্ত হয়। বর্তমানে এ বিভাগে ৪৭টি ফায়ার স্টেশনের কার্যক্রম চালু আছে এবং ০২টি ফায়ার স্টেশনের নির্মাণ কাজ চলমান ও ১০টি ফায়ার স্টেশন নতুন করে নির্মাণ করার প্রস্তাবনায় আছে। এ বিভাগের মোট অনুমোদিত জনবলের সংখ্যা ১৩৫২ জন, তার মধ্যে কর্মরত আছে ১২৮৯ জন এবং শূন্য পদ রয়েছে ৬৩ জন।

গাড়ী/পাম্পের বিবরণঃ


ক্রঃনং

গাড়ী/পাম্পের নাম

পানির ধারণ ক্ষমতা/লোড

প্রাধিকার সংখ্যা

বিদ্যমান সংখ্যা

ঘাটতি সংখ্যা

অতিরিক্ত বিদ্যমান সংখ্যা

মন্তব্য

সচল

অচল

মোট সংখ্যা

০১

মিটসুবিসি পানিবাহী গাড়ী

6500, 4800, ৪৩০০ ও 4300 লিঃ,

--


52টি

--

52টি




০২

টোয়িং ভিহিক্যাল

-

-

47টি

02টি

49টি

-

-

টিভি নিশান ও টিভি মরিটা অচল

০৩

পাম্প

-

-

135টি

06টি

141টি




০৪

এ্যাম্বুলেন্স

-

-

10টি

1টি

11টি




০৫

জীপ/কার

-

-

3টি

-

03টি




০৬

ইয়ামাহা মটর সাইকেল

-

-

5টি

-

5টি




০৭

জংসন মটর সাইকেল

-

-

-

02টি

02টি




০৮

ফোর হুইলার মটর সাইকেল

-

-

-

01টি

01টি




০৯

টুহইলার ওয়াটার মিস্ট

-

-

13

69

82টি

-

-



ময়মনসিংহ বিভাগের আওতাধীন ফায়ার স্টেশন কর্তৃক ২০২1-২2 অর্থবছরে 2023টি, ২০২2-২3 অর্থবছরে 1942 টি ও ২০২3-২4 অর্থবছরে 1709 টি অগ্নিনির্বাপণের ফলে মোট 350,67,47,400/- কোটি টাকার সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছে।

২০২১ সালে 918 জন, 2022 সালে 1031 ও 2023 সালে 611 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

অত্র দপ্তরের অগ্নিনির্বাপণ খাতে ২০২1-২০২2 অর্থবছরে 46 লক্ষ এবং 2022-2023 অর্থ বছরে 81 লক্ষ ও 203-2024 অর্থবছরে 70,68,835.77 (সত্তর লক্ষ আটষট্টি হাজার আটশত পয়ত্রিশ দশমিক সাতাত্তর) টাকা রাজস্ব আদায় করা হয়েছে।


গুগল ম্যাপ