অগ্নিকান্তের তারিখ:২১/০৬/২০২৫
অগ্নিকান্ডের সময়: ১১:২১
অগ্নিকান্ডের স্থান: গদ্দার চর ,চর ফরাদি পাকুন্দিয়া কিশোরগঞ্জ।
সংবাদপ্রাপ্তির সময়: ১১:২১
সংবাদপ্রাপ্তির মাধ্যম: ০১৭৩৪-৫০৬৮৫০
স্টেশন হতে টার্ন আউট গমনের সময়: ১১:২২
অগ্নিকাণ্ডের স্থলে পৌঁছার সময়: ১১:৩২ মি
ইউনিট সংখ্যা: ০২ টি
অগ্নিকাণ্ডে নিয়ন্ত্রণের সময় ১১:৪৫ মি
অগ্নিকান্ড সম্পূর্ণরূপে নির্বাপন এর সময়: ১২:৫২
অগ্নিকান্ডের কারণ: মারামারি
স্টেশনে আগমন:১৩:৫০
স্টেশন হতে অগ্নিকাণ্ডের স্থলের দূরত্ব০৭+০৭=১৪কিমি
আনুমানিক ক্ষতি পরিমাণ=৮০,০০০/-
আনুমানিক উদ্ধার ৩,৫০,০০০/-
অগ্নিকাণ্ডে অংশগ্রহণকারী জনবল:১২ জন
জ্বালানি খরচ =ডিজেল ০৫ লি: অকটেন ১৩ লি:
জনবল ১২ জন
অত্র স্টেশনের লিডার জনাব মোঃ উমর আলী স্টেশনে এসে জানান যে গন্দার চর ফরাদি পাকুন্দিয়া কিশোরগঞ্জে দুইটি কাঁচা ঘর ও একটি আধা পাকা ঘরে আগুন লেগেছিল যা পাকুন্দিয়া ফায়ার সার্ভিস নির্বাপন করা হয়েছে। আগুনে আহত নিহত নেই।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস